ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

২য় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
২য় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- আলিফ ইসলাম, সাদিকুর রহমান, কাইয়ুম চৌধুরী, আকাশ, রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ তুলে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক। সারাদেশের শিক্ষার্থীদের এ নৈতিক দাবি মেনে নেওয়া উচিত। এতে দেশের দরিদ্র শিক্ষার্থীরা লাভবান হবে। তা না হলে প্রচুর মেধাবি শিক্ষার্থী ভাল প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হবে।

এ সময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ পুনর্বহালের দাবি মেনে নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।