ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষা দুপুরে

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
শেকৃবির ভর্তি পরীক্ষা দুপুরে

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার দুপুর অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় নগরীর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।



এবার ৫০০ সিটের বিপরীতে আবেদন করেছেন ২২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এই পরীক্ষার ফল প্রকাশিত হবে ২০ নভেম্বরের মধ্যে এবং মূল মেধা তালিকা থেকে ভর্তি নেওয়া হবে ২১ এবং ২২ ডিসেম্বর।

আগামী ৪ জানুয়ারি থেকে নতুন সেমিস্টারে ক্লাশ শুরু হবে বলেও জানান বশিরুল ইসলাম।

বাংলাদেশ সময় : ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।