ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবি

আমরণ অনশনে রাত জাগছেন ভর্তিচ্ছুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
আমরণ অনশনে রাত জাগছেন ভর্তিচ্ছুরা ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী।

এ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন বীর শ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা সিরাজুল ইসলাম সাগর।

বাংলানিউজকে তিনি বলেন, আমরা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবো। ইতোমধ্যে আমাদের বেশ কয়েকজন অনশনে অসুস্থ হয়ে পড়েছেন।  

অনশনে অসুস্থ হয়ে এরইমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসা নিতে হয়েছে সজল (নডটরডেম কলেজ), রুপক দাশ (ঢাকা কমার্স কলেজ) ও নজরুলেকে (বিক্রমপুর কলেজ)।

এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

** ভর্তিচ্ছুদের অনশন চলছে, কামাল-মান্নার সংহতি

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।