ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেনি শতাধিক শিক্ষার্থী

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেনি শতাধিক শিক্ষার্থী

ময়মনসিংহ: ভুল তথ্য পাওয়ায় ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রায় শতাধিক শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।

তারাও এ ঘটনার জন্য একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দায়ী করেছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভর্তি পরীক্ষা না দিতে পারা শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানায়।

বিশ্বাবিদ্যালয়ের পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী ও জনসংযোগ বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত দু’ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শতাধিক শিক্ষার্থী বিকেল ৩-৪ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে এসে জানতে পারে তাদের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়ে গেছে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা একটি বেসরকারি টেলিভিশনরে সংবাদে প্রচারিত একটি বিজ্ঞাপনে জানতে পারেন যে বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত দ্বিতীয় শিফটে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী আল মাসুদ ও জুবায়রে হোসেন অভিযোগ করেন, পরীক্ষা দিতে এসে তারা দেখেন ওইসব রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়ে গেছে। এ বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও তারা এর দায় নেবেন না বলেও জানিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ও পরীক্ষা দিতে পারা এক শিক্ষার্থীরা অভিভাবক মনোয়ারা বেগম জানান, অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পেরে কেঁদেছেন। তাদের অভিভাবকদেরও কাঁদতে দেখা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা  কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, চ্যানলেটরি ভুলরে কারণে প্রায় ৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এ বিষয়টি অবগত হয়ে আমরা চ্যানেলটির সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, এ বিষয়টি তারা খতিয়ে দেখবে।

বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা দাবি করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই সঠিক তথ্য পরিবেশিত হয়েছে। চ্যানেলটিকে আমরা সঠিক তথ্যই দিয়েছিলাম। এখন এ দায় আমাদের না, দায় চ্যানেলটির।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।