ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভর্তিচ্ছুদের অনশন চলছে, কামাল-মান্নার সংহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
ভর্তিচ্ছুদের অনশন চলছে, কামাল-মান্নার সংহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরতদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা।

 

অসুস্থরা হলেন- আহমেদ সাগর, প্রান্ত, রিয়াজ, ইমরান হোসেন, মাহবুব হাসান, ইমরান, তামজিদ, ফাইজুল ও যুথী।

এদিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দুপুরে সংহতি প্রকাশ করেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং ডাকসু সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তবে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি অসুস্থদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাবিতে ভর্তির জন্য আন্দোলন করাকে বিরল ঘটনা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগের জন্য আন্দোলন করতে হচ্ছে শিক্ষার্থীদের। যা সত্যিই বিরল ঘটনা।

এ সময় শিক্ষার্থীদের দেওয়া দাবি সংবলিত একটি কাগজ পড়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি, তাদের আগের শিক্ষার্থী যদি দ্বিতীয়বার পরীক্ষা দেবার সুযোগ পায় তবে তারা কেন পাবেন না? প্রকৃত ঘটনা যদি এই হয়, তবে আশা করি, তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিবে।

তিনি বলেন, বর্তমান সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যও গণতন্ত্রের পক্ষের লোক। তিনি অবশ্যই রাজতন্ত্রের মতো একটি ফরমান জারি করতে পারেন না।

এ সময় তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠাবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভাবতে অবাক লাগে, বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র দু’বার ভর্তি পরীক্ষা দেবে তাতে কি বিশ্ববিদ্যালয়ের সম্মান যাবে?

বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এ অনশন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।