ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অবশেষে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
অবশেষে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ করলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। চালু হলো বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ।



বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষর উপস্থিতিতে ঢাবির অফিসিয়াল এ ফেসবুক পেজ চালু করা হয়। ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/univdhaka.ac.bd

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় ও মজবুত করতে এবং বিশ্ববিদ্যালয়ের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মতামতের সম্মিলন ঘটাতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অফিসিয়াল পেজটির সার্বিক দায়িত্বে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন।

ইতোমধ্যে এ পেজে বিশ্ববিদ্যালয় পরিবারকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ।

এতোদিন ঢাবির কোনো অফিসিয়াল পেজ না থাকলেও অবৈধভাবে ঢাবির নামে একাধিক পেজ চালু ছিল। এরমধ্যে একটি পেজ ফেসবুকের ভ্যারিফিকেশনও লাভ করে। তবে ওই সমস্ত পেজ-এ ঢাবির নাম ব্যবহার করে বিভিন্ন অপ্রয়োজনীয় আপত্তিকর ও ব্যক্তিগত বিষয় পোস্ট দিয়ে ঢাবির কনটেন্ট হিসেবে চালানোর চেষ্টা করা হয়।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তা অবিলম্বে বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়। তার প্রেক্ষিতে ওই সমস্ত পেজ বর্তমানে বন্ধ রয়েছে।

এ পেজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।