ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপরেখা বাস্তবায়নের দাবি জাবি শিক্ষকদের

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপরেখা বাস্তবায়নের দাবি জাবি শিক্ষকদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশকিছু দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক মঞ্চ’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সংক্রান্ত একটি বই উপাচার্যের হাতে তুলে দেন।



পরে বিকেলে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক মঞ্চের সমন্বয়ক রায়হান রাইন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ ফেরদৌস, মাহমুদুল সুমন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিমেল বরকত, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের সম-অংশীদারিত্ব নিশ্চিতকরণ, শিক্ষা, শিক্ষার পরিবেশ, চাকরিবিধি, পরিবেশ নীতিমালা, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা, অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক তৎপরতা নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন।

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, একজন ভুল শিক্ষক নিয়োগ হলে বহু প্রজন্মের শিক্ষার্থীর উপর এর প্রভাব পড়বে। তার দ্বারা অনেক ব্যাচের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে। তাই যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকায়। সুতরাং জনগণের কাছে বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই দাবিগুলো জানিয়েছি।

রায়হান রাইন বলেন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বাস্তবায়নের জন্য আমাদের দাবিসূমহ আমরা আনুষ্ঠানিকভাবে উপাচার্যকে জানিয়েছি। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রূপরেখাটি পূর্ণাঙ্গরূপে প্রকাশ করা হবে।

‘শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই রূপরেখা বাস্তবায়নের জন্য দাবি জানাবো আমরা। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।