ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুমেক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
কুমেক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সব ক্লাস-পরীক্ষা বর্জন, অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।



বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কলেজের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা জানান, সাধারণ ছাত্র-ছাত্রীদের শারীরিক নির্যাতন করা, স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও ১১ নভেম্বর শ্রেণিকক্ষে প্রথম বর্ষের ছাত্রদের পেটানোর প্রতিবাদে অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদের অপসারণ চান তারা। এ দাবিতে তারা আন্দোলন করছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।