ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষকের বদলি ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
শিক্ষকের বদলি ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক আনিছুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাস্টার্সের শিক্ষার্থী বদরুল আলম, অনার্স দ্বিতীয় বর্ষের জাহিস হোসেন, মালা আক্তার ও তৃতীয় বর্ষের সাদ্দাম হোসেন প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক আনিছুর রহমানের বদলির কারণে তারা ক্ষতিগ্রস্ত হবেন। বদলির আদেশ প্রত্যাহারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

গত ৮ নভেম্বর প্রভাষক আনিছুর রহমান পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হিসেবে ডোমার সরকারি কলেজে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ