ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জামালপুর মেডিকেল কলেজে ভর্তি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
জামালপুর মেডিকেল কলেজে ভর্তি শুরু

জামালপুর: প্রথম বারের মতো ২০১৪-১৫ শিক্ষা বর্ষে জামালপুর মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রী মির্জা আজম এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা উপস্থিত ছিলেন।

এর *-আগে নতুন এ মেডিকেল কলেজের ৫১টি আসনের বিপরীতে প্রায় ১ হাজার ১৪৬ জন শিক্ষার্থী আবেদন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী জামালপুর জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হয়। এর ধারাবাহিকতায় ভর্তি কার্যক্রম শেষে ১০ জানুয়ারি ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।