ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবি’র ৭ শিক্ষকের ২২ পদ থেকে পদত্যাগের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
বেরোবি’র ৭ শিক্ষকের ২২ পদ থেকে পদত্যাগের হুমকি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি বঞ্চিত ৭ শিক্ষক শিক্ষকতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ২২ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১০ নভেম্বরের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করা না হলে ১১ নভেম্বর ওইসব পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।



শিক্ষক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান সাংবাদিকদের জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী দায়িত্ব গ্রহণ করার ১৮ মাসে তিনি একবারও সহযোগী এবং সহকারী অধ্যাপকদের পদোন্নতির জন্য আপগ্রেডেশনের ব্যবস্থা করেননি।

দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত এসব শিক্ষকরা এরই মধ্যে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা শিক্ষকতার বাইরে বিশ্ববিদ্যালয়ের দেওয়া অতিরিক্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের মধ্যে চারজন সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদের জন্য এবং দুজন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন করেছেন।
 
স্মারকলিপিতে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা ১০ নভেম্বরের মধ্যে করা না হলে মোট ২২টি পদ থেকে ৭ জন শিক্ষক একযোগে পদত্যাগ করবেন।

৭ শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আর হাফিজুর রহমান সেলিম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদ হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইদুল হক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র রায় এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ)।

এছাড়াও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. তাজুল ইসলাম পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

এসব শিক্ষক পদত্যাগ করলে ১০টি বিভাগীয় প্রধানের পদ, ৪টি ডিন এবং একটি ডিন প্রতিনিধি, পরীক্ষা নিয়ন্ত্রক, সাইবার সেন্টারের পরিচালক, গ্রন্থাগার পরিচালক, ৩টি প্রভোস্ট, একটি সহকারী প্রভোস্টের পদ শূন্য হবে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।