ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ডিন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
ঢাবির ডিন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়।

শেষ হয় দুপুর ২টায়।

ভোটগ্রহণের বিষয়ে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ কামালউদ্দিন জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৯৮-৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিকেল নাগাদ ফল প্রকাশ করা হবে।

১০টি অনুষদে নির্বাচন হওয়ার কথা থাকলেও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীল দলের এ এস এম মাকসুদ কামাল।

ফলে ৯টি অনুষদের ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনে এক হাজার দুইশ ৫০ জন শিক্ষক ভোট দিয়ে তাদের পছন্দের ডিন নির্বাচিত করবেন।

আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের জোট  নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ।

নীল দলের প্রার্থীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের ফরিদ উদ্দিন আহমেদ, আইন অনুষদে আইন বিভাগের রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের আব্দুল আজিজ, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইমদাদুল হক, ফার্মেসি অনুষদে ওষুধ প্রযুক্তি বিভাগের আ ব ম ফারুক, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন বিভাগের নিসার হোসেন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রফিকুল ইসলাম।

সাদা দলের প্রার্থীরা হলেন- কলা অনুষদে ইতিহাস বিভাগের আহমেদ আবদুল্লাহ জামাল, সামাজিক বিজ্ঞান অনুষদে নৃ-বিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদে এস এম হাসান তালুকদার ও তাসলিমা মনসুর, বিজনেস স্টাডিজ অনুষদে মার্কেটিং বিভাগের হরিপদ ভট্টাচার্য, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের আনোয়ারুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদে অণুজীব বিজ্ঞান বিভাগের মোজাম্মেল হক, ফার্মেসি অনুষদে ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের সাইফুল ইসলাম, চারুকলা অনুষদে শিল্পকলার ইতিহাস বিভাগের শেখ মনির উদ্দিন এবং ইঞ্জিনিয়ারিং অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং নীল দলের নেতা অধ্যাপক মাকসুদ কামাল বলেন, নীল দলে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। তাই প্রতিটি অনুষদেই  তাদের প্রার্থীরা জয়লাভ করবেন বলে আশা তার।

অন্যদিকে, সাদা দলের নেতা অধ্যাপক সদরুল আমিনের প্রত্যাশা, ভালো করবেন সাদা দলের শিক্ষকরা।

তিনি বলেন, আমরা সব অনুষদেই যোগ্য প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। তাই সাদা দল থেকেই অধিকাংশ অনুষদের ডিন নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।