ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু শুক্রবার ফাইল ফটো

ঢাকা: জামায়াতের হরতালের কারণে পিছিয়ে যাওয়ার পর শুক্রবার (৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

শুক্রবার সকাল ৯টায় জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।



গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা শুরু করা সম্ভব হয়নি।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড এবং সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিল মামলায় মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে দলটির ডাকা হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা ৭ ও ১৪ নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়।

দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা দু’টি আগামী ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়েছে।

গত ৩ নভেম্বরে নির্ধারিত জেএসসি’র বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে। ৩ নভেম্বরের জেডিসি’র আকাইদ ও ফিকহ এবং আত-তাওহীদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।

আর ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি’র ইংরেজি প্রথমপত্র পরীক্ষা আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেডিসি’র আরবি প্রথমপত্র পরীক্ষা আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

জেএসসি-জেডিসিতে এবার মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেএসসি-জেডিসি পরীক্ষার ২১ লাখ শিক্ষার্থী, তাদের শিক্ষক-অভিভাবকসহ লাখ লাখ আত্মীয়-স্বজন উদ্বিগ্নে রয়েছেন।

আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা। এছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ৩০ লাখের বেশি কচি মুখও দুশ্চিন্তায় রয়েছে।

আগামী ডিসেম্বরে তাদের সঙ্গে যুক্ত হবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েখ লাখ পরীক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে মতিঝিল গভমেন্ট বয়েজ এবং মতিঝিল গভমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।