ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ছাত্রলীগের প্রশাসন ভবন ঘেরাও

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
পবিপ্রবিতে ছাত্রলীগের প্রশাসন ভবন ঘেরাও

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

অবিলম্বে চলমান নিয়োগে বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ যোগ্য শিক্ষার্থীদের চাকরি প্রদান, বাইরের শিক্ষার্থীদের নিয়োগ না দেওয়া ও ছাত্রলীগ নেতা মাজেদুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।



বুধবার বিকেলে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। পরে তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবীর মিল্টন প্রমুখ।

সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একসঙ্গে মোট ৭৪ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। পরে ৭৩ জনের শাস্তি মওকুফ করলেও ছাত্রলীগ নেতা বিবিএ চতুর্থ  সেমিস্টারের ছাত্র মাজেদুল হকসহ ১১ জনের শাস্তি বহাল রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।