ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত

ঢাকা: জামায়াতের হরতালে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার দিনের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
 
এদিকে বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের (৬ নভেম্বর) পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
নতুন সূচি অনুযায়ী ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষের ৬ নভেম্বরের পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
 
এছাড়া ২০১৩ সালের প্রথম বর্ষ অনার্সের ৩০ অক্টোবর, ৩ ও ৬ নভেম্বরের স্থগিত হওয়া পরীক্ষাগুলো যথাক্রমে ১১, ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
 
অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।