ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক মনোভাব ত্যাগের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক মনোভাব ত্যাগের আহ্বান ছবি: জিএম মুজিবর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক মনোভাব ত্যাগ কারার আহ্বান জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (০৫ নভেম্বর)বেলা ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।



শিক্ষামন্ত্রী বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে; বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় আইন মেনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে না। ফলে শিক্ষার মান যেমন বৃদ্ধি পাচ্ছে না; ঠিক তেমনি শিক্ষা ক্ষেত্রে এসব বিশ্ববিদ্যালয়ের অবদানও কমে যাচ্ছে।
Convocation_3
তবে বর্তমানে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখন খুবই ভালো করছে। তাদের ফলাফলও ভালো। তারা আইন মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এ ক্ষেত্রে উচ্চ শিক্ষার মানও বৃদ্ধি পাচ্ছে।

এসময় মন্ত্রী বলেন, দেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আগামী ৭ বছরে নারী-পুরুষের সমতা বিধান নিশ্চিত হবে। আর আগামী ৩ বছরে নিশ্চিত হবে উচ্চ মাধ্যমিকে ছেলে-মেয়ের সমতা বিধান।
Convocation_1
আর বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি।

এই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রায় দুই হাজার শিক্ষার্থীকে স্নাতক চ্যান্সেলর ও স্নাতকোত্তর সম্মাননা প্রদান করা হয়।
Convocation_2
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরী, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’র বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট অধ্যাপক মুজিব খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ প্রমুখ।


বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।