ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির দুটি স্কুলের ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
খুবির দুটি স্কুলের ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত

খুলনা: অনিবার্য কারণে আগামী ৫ ও ৬ নভেম্বর (বুধবার ও বৃহস্পতি) অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের সব বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
জীব বিজ্ঞান স্কুলের স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

তবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখও ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক  মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়:  ১৯০৭ ঘণ্টা নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।