ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
খুবির ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (সোমবার) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, ১ নভেম্বর এ স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর, ১৪ তারিখ সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টার মধ্যে উক্ত স্কুলের ডিন অফিসে রিপোর্ট করতে ও ভর্তির জন্য (মেধা তালিকা থেকে ভর্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে) বলা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.ku.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।