ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবসে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবসে র‌্যালি

ময়মনসিংহ: জেলহত্যা দিবস উপলক্ষে ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ শোক র‌্যালি বের হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাসার এ শোক র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় কলা অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. মো: মাহবুব হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় অধ্যাপক ড. মো: আবুল বাসার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দোসররা ভেবেছে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করলেই হবে না, দেশকে মেধাশূন্য করতে জাতীয় নেতাদেরও হত্যা করতে হবে। দেশকে মেধাশূন্য করতেই তারা এ হত্যাকাণ্ড চালায়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।