ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
জাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধী কামরুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় তারা হরতাল বিরোধী একটি মিছিলও করে।



সোমবার (০৩ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ডেইরি গেটে গিয়ে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিল শেষে মাহমুদুর রহমান ও রাজিব আহমেদ সাংবাদিকদের বলেন,কামরুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ মিছিল ও জামায়াতের ডাকা হরতালের বিরোধিতায় মিছিল করা হয়েছে।

এসময় দ্রুত রায় কার্যকরের জন্য তারা সরকারকে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।