ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ৮ নভেম্বর

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
গণ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ৮ নভেম্বর

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): জাতীয় স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ করানোর মধ্যদিয়ে ৮ নভেম্বর শুরু হবে গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

এদিন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।



অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, অধ্যক্ষ, বিভাগীয় শিক্ষক, ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২ নভেম্বর থাকলেও হরতালের কারণে স্থগিত করে ৮ নভেম্বর নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।