ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ৩৮ আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ৩৮ আবেদন

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের মোট ৪টি ইউনিটে ৬৭৫টি আসনের জন্য আবেদন পড়েছে ২৫ হাজার ৫০৭টি।

এর মধ্যে ‘ক’ ইউনিটে ৭২৬৩টি, ‘খ’  ইউনিটে ৪২৪৬টি, ‘গ’ ইউনিটে ৭৪৫৫টি এবং ‘ঘ’ ইউনিটে ৬৫৪৩টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৩৮টি।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর, ‘খ’-ইউনিটে ১১ নভেম্বর, ‘গ’ ইউনিটে ১২ নভেম্বর এবং ‘ঘ’ ইউনিটে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

৪টি ইউনিটে মোট ১৩টি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস.এম. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সাথে নিয়ে আসতে পারবেন না।

তিনি জানান, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ প্রদান করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।