ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শেরপুরের সেই মাদ্রাসা অধ্যক্ষ ও শিক্ষিকাকে অব্যাহতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
শেরপুরের সেই মাদ্রাসা অধ্যক্ষ ও শিক্ষিকাকে অব্যাহতি

শেরপুর (বগুড়া): সাময়িকভাবে বরখাস্ত হওয়া বগুড়ার শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান ও সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চূড়ান্ত বরখাস্তের বিষয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসকের মতামতের আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মসলেম উদ্দিনের অনুমোদনক্রমে তাদের অব্যাহতি দেওয়া হয়।



রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান ও সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরার কাঙ্খিত শিক্ষাগত যোগত্যা না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এছাড়া ‍তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এসব কারণে তাদের প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরে চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।