ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

এনএসইউ-তে অ্যাক্রেডিটেশন অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
এনএসইউ-তে অ্যাক্রেডিটেশন অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১ নভেম্বর) এনএসইউ’র স্কুল অব বিজনেস এর আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো সেমিনারটি আয়োজিত হয়।



আয়োজক পক্ষ জানায়, এনএসইউ’র স্কুল অব বিজনেস এসিবিএসপি দ্বারা অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। ইতিমধ্যে এসিবিএসপি ক্যান্ডিডেসি অ্যাওয়ার্ডও লাভ করেছে এনএসইউ। এসিবিএসপি হলো, বিজনেস স্কুলের অ্যাক্রেডিটেশন দেওয়ার একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা।

সেমিনারে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার স্বনামধন্য কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজনেস স্কুলের ডিন, অধ্যাপক, প্রশাসনিক প্রধান ও ইউজিসি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।