ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির তিন হলে পুলিশের তল্লাশি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
রাবির তিন হলে পুলিশের তল্লাশি

রাজশাহী: হরতালকে ঘিরে জামায়াত শিবিরের নাশকতা এড়াতে ও শিবির কর্মীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলে তল্লাশি চলিয়েছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় শুরু হয় এ তল্লাসি।

যা চলে পরবর্তী কয়েক ঘণ্টা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ শামসুজ্জোহা হলসহ জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান হলে মতিহার থানা পুলিশ তল্লাসি চালিয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।