ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির ১ম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
খুবির ১ম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কলা ও মানবিক স্কুল এবং বিকেলে সামাজিক বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা ও মানবিক স্কুলের উপস্থিতির হার ছিল ৭২ শতাংশ। সামাজিক বিজ্ঞান স্কুলের উপস্থিতির হার ছিল ৭৮ শতাংশ।

এছাড়া, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান হলগুলো পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

এসময় ট্রেজারার খান আতিয়ার রহমান, ডিন প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা,পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম এবং সংশ্লিষ্ট শিক্ষকরা তার সাথে ছিলেন।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযু্ক্তিবিদ্যা স্কুলের এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় :  ২০২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।