ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষকদের অনিয়ম, দুর্নীতি, বৈষম্যের প্রতিবাদ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
জাবি শিক্ষকদের অনিয়ম, দুর্নীতি, বৈষম্যের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিতর্কিত শিক্ষক নিয়োগ, নিরপেক্ষ বিচার, পিএইচডি ডিগ্রি নিয়ে প্রতিহিংসাপরায়ন হয়রানি, পদোন্নতির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য ও দলীয়করণ বন্ধসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৭টি অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

বুধবার দুপুরে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘আধিপত্য, বৈষম্য ও নিপীড়ণের বিরুদ্ধে শিক্ষক সমাজ’ ব্যানারে শিক্ষকরা এই প্রতিবাদ জানান।

এ সময় শিক্ষার পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে প্রশাসন সরে না আসলে শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আমিনুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, রায়হান রাইন, সহকারী অধ্যাপক সৈয়দ মইনুল আলম নিজার, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা প্রমুখ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অনিয়মের বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম, এখনো আছি। তারই ধারাবাহিকতায় আমরা বর্তমান প্রশাসনের যাবতীয় অনিয়ম, বৈষম্য ও নিপীড়ণের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

রায়হান রাইন বলেন, আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে আমাদের দাবিগুলো জানিয়ে দিচ্ছি। প্রশাসন যদি তাদের অবস্থান থেকে সরে না আসে তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে- প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষক নিয়োগ পুনর্মূল্যায়ন, নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক ও কর্মচারীদের শারীরিকভাবে নিপীড়ণকারী শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ বিচার,পিএইচডি ডিগ্রি নিয়ে প্রতিহিংসাপরায়ন হয়রানি বন্ধ, পদোন্নতির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য ও দলীয়করণ বন্ধ, গত ৯ অক্টোবর ক্যাম্পাসে সংঘটিত ধর্ষণের ঘটনার তদন্ত করে বিচার নিশ্চিত, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত, ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সংঘটিত ভাংচুর ও ধ্বংসযজ্ঞের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ উপস্থাপনের সুযোগ সৃষ্টি ও বিশেষ বিবেচনায় বাসা বরাদ্ধের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।