ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

উদ্বিগ্ন জেএসসি-জেডিসির ২১ লাখ পরীক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
উদ্বিগ্ন জেএসসি-জেডিসির ২১ লাখ পরীক্ষার্থী

ঢাকা: জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর দিন হরতালের কারণে বিড়ম্বনায় পড়েছেন প্রায় ২১ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তরাও।


 
আগামী রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হওয়ার কথা।
 
জেএসসি-জেডিসিতে এবার মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
 
এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন ও জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন।
 
মানবতাবিরোধী অপারাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে বৃহস্পতি, রোব ও সোমবার হরতাল ডেকেছে দলটি।
 
রোববার জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল।
 
এছাড়া সোমবার (৩ নভেম্বর) জেএসসিতে বাংলা দ্বিতীয়পত্র; জেডিসিতে আত-তাওহিদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকাহ পরীক্ষা ছিল।
 
পরীক্ষা শুরুর দিন ও দ্বিতীয় দিন হরতালের কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
 
একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানিয়েছেন, হরতালের কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় প্রভাব পড়বে।
 
এদিকে বেলা পৌনে তিনটা পর্যন্ত রোব ও সোমবারের পরীক্ষা স্থগিত বা পেছানোর ঘোষণা দেয়নি শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড।
 
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বাংলানিউজকে বলেন, আমরা আবেদন করব লাখ লাখ পরীক্ষার্থীর কথা বিবেচনা করে তারা হরতালের মতো কর্মসূচি প্রত্যাহার করুক।
 
হরতাল প্রত্যাহার করা না হলে পরীক্ষা স্থগিত বা পেছানো হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।
 
এর আগে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে হরতালের আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগে হরতাল দিক, তারপর সিদ্ধান্ত নেব।
 
এ দিকে পরীক্ষার সার্বিক নিরাপত্তার দিক নিয়ে বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
 
এ সভায়ও হরতালের মধ্যে পরীক্ষা হবে কি-না তার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
 
অষ্টম শ্রেণির পাঠ শেষ করা শিক্ষার্থীদের নিয়ে ২ নভেম্বর থেকে সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৮ নভেম্বর।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।