ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় জেএসসি ও জেডিসিতে ৪৩ হাজার ৩ শ’ ৭৭ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
বগুড়ায় জেএসসি ও জেডিসিতে ৪৩ হাজার ৩ শ’ ৭৭ পরীক্ষার্থী

বগুড়া: বগুড়ায় পৃথক কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও সমমান জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

রোববার (২ নভেম্বর) জেলার ১৯টি কেন্দ্রে জেডিসি এবং ৩৭টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ জন্য জেলা প্রশাসনের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে যাবতীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিম বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে পরীক্ষা দিতে ও সম্পন্ন করতে পারে; সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিদের্শ দেওয়া হয়েছে।

এরআগে, জেলা প্রশাসনের শিক্ষা শাখার অফিস সহকারী আব্দুল মান্নান জানিয়েছেন, জেএসসি ও সমমান জেডিসি পরীক্ষায় মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এরমধ্যে জেডিসিতে ছাত্র রয়েছে ৫ হাজার ২৮৫ এবং ছাত্রী রয়েছে ৪ হাজার ৮৩৭ জন। জেএসসিতে ছাত্র রয়েছে ১৬ হাজার ৬৫৬ আর ছাত্রী রয়েছে ১৬ হাজার ৫৯৯ জন।

সে অনুযায়ী ২ নভেম্বর পরীক্ষায় মোট ২১ হাজার ৯৪১ জন ছাত্র এবং ২১ হাজার ৪৩৬ জন ছাত্রী অংশগ্রহণ করার কথা রয়েছে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।