ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা ক্ষেত্রে সমন্বয় ও জাতীয় ঐকমত্যের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
শিক্ষা ক্ষেত্রে সমন্বয় ও জাতীয় ঐকমত্যের দাবি

ঢাকা: শিক্ষা ক্ষেত্রে সমন্বয় ও জাতীয় ঐকমত্যের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) নেতারা।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

লিখিত বক্তব্যে বলা হয়, কোনো সরকারই এককভাবে কিংবা নির্দিষ্ট মেয়াদে সবকিছু করতে পারবে না। এজন্য দলমত নির্বিশেষে শিক্ষা ক্ষেত্রে সব সরকারকেই ঐকমত্যে পৌঁছাতে হবে।

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের শাসনামলে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি কাজী ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে বেশ সফলতা দেখিয়েছে। তবে গত বছর থেকে ইবতেদায়ী (স্বতন্ত্র) মাদ্রাসা শিক্ষকদের এক হাজার টাকা ভাতা অগ্রণযোগ্য।
 
শিক্ষার সার্বিক উন্নয়নে সরকারের প্রতি ৭ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, কলেজ থেকে সংগৃহীত আয়ের ২৫ শতাংশ অধিভুক্ত কলেজে বিনিয়োগ করা এবং  উচ্চহারে ফি গ্রহণ বন্ধ করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাকশিস-এর সহ-সভাপতি আবদুর রব মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক, যুগ্ম সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।