ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন বুধবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ‘ইউনিস্যাব মান-২০১৪। ’

আগামী ২৯ অক্টোবর বুধবার থেকে ১ নভেম্বর পর্যন্ত ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এবং রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউনিস্যাবের রাজশাহী বিভাগের সমন্বয়ক শরিফ কাইয়ুম তালুকদার জানান, জাতিসংঘের এ ছায়া সম্মেলনে সমঝোতা বা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানের কৌশল জানতে পারবেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিভাগে প্রথমবারের মতো আয়োজিত এ জাতিসংঘ ছায়া সম্মেলনে (মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স) বাংলাদেশসহ ৯টি দেশের প্রায় ২৫০ জন বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

২৯ অক্টোবর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সম্মেলন কক্ষ, ডিনস্ কমপ্লেক্স সম্মেলনকক্ষসহ আটটি সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।