ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে রংপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানবন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন করে শিক্ষার্থীরা।



পরে তারা একটি মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবের সামনে ফিরে এসে সমাবেশ করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিনা নোটিশে এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দ্বিতীয়বার ভর্তির সুযোগ না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে রাজপথে থেকেই পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে হঁশিয়ারি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।