ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষা

শেকৃবিতে প্রতি আসনের বিপরীতে ৪৪ জন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
শেকৃবিতে প্রতি আসনের বিপরীতে ৪৪ জন

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ( শেকৃবি) ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের এ ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ শিক্ষার্থী।



১৪ নভেম্বর বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছর তেজগাঁও কলেজ ও সরকারি  বাংলা কলেজ কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় ভর্তি কমিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছেন বলে জানা যায়।

এ বছর স্নাতক প্রথম বর্ষে ৩টি অনুষদে পাঁচশ’ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে প্রায় ২২ হাজার। প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় নিয়ে ২১ হাজার আটশ’ আবেদন গ্রহণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।