ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খুবি খানজাহান আলী হলের প্রভোস্ট হলেন আহসানুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
খুবি খানজাহান আলী হলের প্রভোস্ট হলেন আহসানুজ্জামান প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের নতুন প্রভোস্ট হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।

সোমবার তিনি যোগ দেন বলে জানিয়েছেন খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।



তিনি বাংলানিউজকে আরও জানান, ড. আহমেদ আহসানুজ্জামান খুবিতে ১৯৯৯ সালের ১ আগস্ট ইংরেজি ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। ২০০৯ সালে প্রফেসর পদে পদন্নতি লাভ করেন। এর আগে তিনি সিন্ডিকেট সদস্য, ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্য ও অর্থ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিত ও বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি ইংরেজি ডিসিপ্লিন প্রধানের দায়িত্বেও নিয়োজিত।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।