ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

গাইবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
গাইবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধায় এসএসসি ও  জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) এহছানে এলাহী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল।

অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৯ জন ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৬৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা,অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।