ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি ভিসিকে অবরুদ্ধ করলেন শিক্ষকরা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
ইবি ভিসিকে অবরুদ্ধ করলেন শিক্ষকরা

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষকরা তাকে অবরুদ্ধ করে রাখেন।



প্রতক্ষ্যদর্শী ও শিক্ষকরা জানান, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. হারুন অর রাশিদ আশকারীর নেতৃত্বে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক উপাচার্যের কার্যালয়ে যান।

এ সময় তারা উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও উপ-উপাচার্য অধ্যপক ড. শাহিনুর রহমানকে অবরুদ্ধ করে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মাদ্রাসা সেকশনে দুর্নীতি, প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তি ও কর্মকর্তাদের সেচ্ছাচারিতাসহ সব ধরনের দুর্নীতি বন্ধের দাবি জানান তারা।

পরে, উপাচার্য অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে উপাচার্যের কার্যালয় ত্যাগ করেন শিক্ষকরা।

উপাচার্যের কার্যালয়ে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আর কে এম সালেহ, অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

এদিকে, অবিলম্বে দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন উপস্থিত শিক্ষক নেতারা।  

ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ড. আশকারী বাংলানিউজকে বলেন, প্রশাসনের দুর্নীতির বিষয়ে এর আগেও কয়েক দফায় উপাচার্যকে জানানো হয়েছে। তার আন্তরিকতা থাকা সত্ত্বেও এখনো এ বিষয়ে কার্যকারী কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না- বৈঠকে তা জানতে চাওয়া হয়েছে।

অবিলম্বে প্রশাসনের দুর্নীতি বন্ধ না করা হলে কঠোর আন্দোলনে যেতে হতে পারে বলে জানান ড. আশকারী।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।