ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জানুয়ারিতে সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
জানুয়ারিতে সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: জানুয়ারিতে সারা দেশের চার কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৪ কোটি পাঠ্য বই বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে তিন কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা একাডেমিক ভবন’ উদ্বোধন শেষে এ ঘোষণা দেন।


 
পরে কলেজের লেকচার থিয়েটার (এলটি) কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সরকার প্রতিবছর ১ জানুয়ারিতে বই উৎসব পালন করে। জানুয়ারির ১ তারিখে বই উৎসব পালন করা হবে।

তিনি বলেন, দেশ এখন নারী শিক্ষায় অনেক এগিয়ে। ২০১২ সালেই দেশে নারী শিক্ষায় সমতা এসেছে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইতোমধ্যে পাঁচটি অনার্স বিষয়ের মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। প্রিলিমিনারিসহ বাকি সাতটি বিষয়ে অচিরেই মাস্টার্স কোর্স চালু করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।