ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

অভিন্ন প্রশ্নপত্রে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জুন ৯, ২০১০

ঢাকা : সারাদেশে দশম শ্রেণীর আসন্ন প্রাক-নির্বাচনী ও নির্বাচনী (প্রি-টেস্ট ও টেস্ট) পরীক্ষায় সৃজনশীল বিষয়সমূহে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা বোর্ডসগুলোর চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, এসইএসডিপি’র প্রকল্প পরিচালক রতন কুমার রায়, যুগ্মসচিব খন্দকার রাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

গত বছর সৃজনশীল পদ্ধতিতে চালু করা বাংলা প্রথমপত্র ও ধর্মের সঙ্গে এবার যুক্ত হয়েছে সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি।

সরকারি স্কুলের কোনো শিক্ষক পাবলিক পরীক্ষার উত্তরপত্র দেখতে ও পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয় সভায়।
 
বাংলাদেশ স্থানীয় সময় ২১২৫ ঘন্টা, ৮ জুন ২০১০
পিআইডি/এএইচএস/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ