ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি’র ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা : গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ১৩ জন শিক্ষক ‘ডিনস্ একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেছেন।

শনিবার বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।



উপাচার্য শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, জ্ঞান অর্জন ও বিতরণের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করতে হবে।

তিনি বলেন, জ্ঞান অন্নেষণে আমাদের সত্যের পথে থাকতে হবে এবং এর দ্বারা মানবকল্যাণ হচ্ছে কিনা তা বিবেচনায় রাখতে হবে।

অধ্যাপক ড. মো: আব্বাস আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও কোষাধ্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

২০০২ সালের আর্টিকেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম ফরিদ আহমেদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুবিনা খোন্দকার ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ড. কামাল উদ্দিন।

২০০২ সালের মনোগ্রাফ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন- ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম এ বাকী খলীলী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এ তসলিম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ও অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ খান।

২০০৩ সালের আর্টিকেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী ও অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক নিয়াজুর রহমান এবং মোহাম্মদ মুশফিক উদ্দিন।

২০০৪ সালের আর্টিকেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম এবং সহযোগী অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ মুনতাসির আমিন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘন্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ