ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে বছরের প্রথম দিনই বই পেল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
রাঙামাটিতে বছরের প্রথম দিনই বই পেল শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা

রাঙামাটি: সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।  

বুধবার (১ জানুয়ারি) সকালে জেলায় ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।

তবে রাঙামাটিতে বই বিতরণে ভিন্ন মাত্রা যুক্ত করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের স্ব স্ব মাতৃভাষার বই।  

ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ২০১৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষাভাষী শিশুরা এই বই পায়ে থাকে। নতুন বই হাতে পেয়ে খুশি শিশুরা।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জেলা মোট বইয়ের চাহিদা ৩ লাখ ৫৪  হাজার ৩৩৬টি। তার মধ্যে প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় শ্রেণির বই পাওয়া গেছে ১ লাখ ৮০ হাজার ৬৪৮টি।  

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তৃতীয় শ্রেণি পর্যন্ত ৬ লাখ ৮ হাজার ২৬১ বই পাওয়া গেছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই আসেনি। তবে এসব বই দ্রুতই চলে আসবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীল।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।