ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির পরিবর্তিত ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, আবেদন শুরু ৫ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
শাবিপ্রবির পরিবর্তিত ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, আবেদন শুরু ৫ জানুয়ারি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ।

এদিন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার উদ্যোগ নেয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও একই দিন বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এতে আরও বলা হয়, এবার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) ১ হাজার ২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১ হাজার ৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

গুচ্ছ থেকে বেরিয়ে এবার প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ৭ ডিসেম্বর সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে আসে শাবিপ্রবি।  

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, শিক্ষার্থী-অভিভাবকদের কষ্ট লাগবে এবার প্রথমবারের মতো দেশের বিভাগীয় শহরগুলোতে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের পাঁচটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সেটা অনেক ব্যয়বহুল হবে বলে জানিয়েছেন তিনি।  

তবুও বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দিয়ে হলেও ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় শহরে আমাদের নিতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।