ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ

ঢাকা: সারাদেশে সরকারি-বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষা বর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

ভর্তি বাণিজ্য এড়াতে গত কয়েক বছর ধরে মাধ্যমিকে লাটরির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমআইএইচ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ