শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া, জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মুজাহিদ। এরআগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি শোভাযাত্রা করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের অর্থনৈতিক মুক্তি মিলছে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তা থামছে না। এই সরকারের উচিত এই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি।
আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মুজাহিদ বলেন, সংবিধানে চারটি মুজিববাদী মূলনীতি ঢোকানো হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে একটি ধর্ম বানানো হয়েছে। এই আওয়ামী ধর্মের বিলোপ করতে হবে। এই জন্য তরুণদের দায় ও দরদ নিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমএম