ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ হাইকমিশনে হামলা, ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
বাংলাদেশ হাইকমিশনে হামলা, ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকা: ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিলে ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’সহ একাধিক স্লোগান দেওয়া হয়।

মধুর ক্যান্টিনের সামনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নির্বাচনে আগে ভারত আওয়ামীলীগের পক্ষ নিয়েছিল। এখন তারা শেখ হাসিনাসহ তারা সাথী-সঙ্গীদের জায়গা দিয়েছে।

তিনি বলেন, আমাদেরক এখন দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একদিকে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অন্যদিকে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। আমরা বারবার বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। কিন্তু সরকার তা করেননি।

মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের চরকায় তেল দেন। আপনার দেশে সগখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। আপনারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ কী না, তা নিয়েও আমি প্রশ্ন তুলে রাখতে চাই।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তো বিপ্লবী সরকার চেয়েছিলাম, তাহলে কীভাবে এরকম একটি সরকার গঠিত হলো। আমরা দেখতে পাচ্ছি, যারা আন্দোলনের সামনের সারিতে থেকে যারা নেতা হয়ে উঠেছেন এবং উপদেষ্টাদের কথায় মিল পাওয়া যাচ্ছে না।

এ সময় কোন বিবেচনায় উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, তা সরকারি ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান তিনি।

মিছিলে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ