ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

২০তম বর্ষপূর্তি উদযাপন করল শাবিপ্রবির জিইবি বিভাগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
২০তম বর্ষপূর্তি উদযাপন করল শাবিপ্রবির জিইবি বিভাগ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেক কাটার মাধ্যমে উদযাপন শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হজরত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. এসএম আবু সায়েম ও অধ্যাপক ড. মো. ফারুক মিয়া।

ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত দুই দশক ধরে শাবির জিইবি বিভাগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্নভাবে অবদান রেখে আসছে। এ বিভাগের স্নাতকেরা দেশে ও বিদেশের নামিদামি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। অনেকেই গবেষণায় প্রতিনিয়ত ভালো করছেন। বিভিন্ন দুর্যোগে মানবতার কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ