ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার রুটিনে হাসিনার মনোগ্রাম, প্রধান শিক্ষককে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
পরীক্ষার রুটিনে হাসিনার মনোগ্রাম, প্রধান শিক্ষককে শোকজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।  

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার স্বাক্ষরিত এক পত্রে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে কারণে দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার তিন দিন আগে সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন সংগ্রহ করেছে। ছাপা কাগজে ওই রুটিনের ওপরে ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম রয়েছে। শিক্ষার্থীরা ওই রুটিনেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছে।

এদিকে বুধবার দুপুরের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ওই রুটিন গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছালে বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, অসাবধানতাবশত এই ভুল হয়েছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ