ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
রাবি ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় এবার মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বিবেচনা করা হবে।

আর পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে বহাল থাকছে আগের নিয়মই।

হালে নাতি-নাতনি কোটা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা শুরু হওয়ার পর এমন সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাবি প্রশাসন এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এবারই প্রথম রাবিসহ পাঁচ বিভাগীয় কেন্দ্রে হবে এবারের ভর্তি পরীক্ষা। আর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। এছাড়া পোষ্য কোটা ৩ শতাংশ করা হয়েছে। তবে ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বাকি সব কোটায় আগের নিয়ম বহাল থাকবে।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি ‘ফি’ ও ইউনিট অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।

এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল শুরু হবে। আগামী বছরের ৫-১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবেন।

নিজ কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাড়াও আরও চার বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে রাবি ভর্তি পরীক্ষা। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাবি প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি থেকে।

এদিন দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে এ কার্যক্রম। আর চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা B ইউনিট ১২ এপ্রিল, A ইউনিট ১৯ এপ্রিল ও C ইউনিট ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ