ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ঢাকা: ২০২৪ ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি।  

১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উদ্বোধনী অধিবেশনটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়।  

এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। একই দিনে বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), স্থাপত্য ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।  

এ অধিবেশনের প্রধান অতিথি ছিলেন আনলিমা টেক্সটাইল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন) মিসেস রাশেদা সরকার ফ্যান্সি।  

প্রথম দিনের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন।

১৪ নভেম্বরের দিনটি শুরু হয় তৃতীয় অধিবেশনের মাধ্যমে সকাল ১১টায়। এতে বাংলা, ইংরেজি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট-পলিসি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।  

চতুর্থ অধিবেশনটি একই দিনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়, যেখানে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।  

এ অধিবেশনে  প্রধান অতিথি ছিলেন এফসিএ, আইসিএবির সাবেক সভাপতি এবং এক্সপো গ্রুপের পরিচালক এবং সিইও ড. মাহমুদুল হাসান খসরু।

শেষ দিনের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।  

নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন,  বিভাগীয় প্রধানরা, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানান।

অতিথিরা নবীন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও নিষ্ঠতার উপর জোর দেন। তারা আত্মোন্নয়নের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।