ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য প্রকাশ  

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
শাবিপ্রবির বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য প্রকাশ  

শাবিপ্রবি (সিলেট): শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার্থীদের বৃত্তিদানসহ সপ্তাহব্যাপী নানা উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে, ঢাকায় শাবিপ্রবি ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা চুক্তি। এতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়পক্ষ লাভবান হওয়া; উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা উন্নয়ন; যৌথভাবে সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ জ্ঞান শিল্প কারখানার বাস্তবিক কাজে ব্যবহার করা। অনুরূপভাবে শিল্প প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের পুস্তকের জ্ঞানের সঙ্গে সমন্বয় করা।

এছাড়াও রয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেন্ট্রাল লাইব্রেরির বই ও অন্যান্য পাঠসামগ্রীর অবস্থান, অনলাইন ক্যাটালগ সার্চ পদ্ধতি, বই লেনদেন পদ্ধতি, ই-বুক ও ই-জার্নাল এক্সেস করার কৌশলসহ লাইব্রেরির বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ৪৪ জন শিক্ষার্থীকে মিনি অডিটরিয়ামে মাসিক চার হাজার করে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।  

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  ড. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ