ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘আওয়ামী সিন্ডিকেট’ ভাঙার দাবিতে মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ঢাবিতে ‘আওয়ামী সিন্ডিকেট’ ভাঙার দাবিতে মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত সিন্ডিকেট সদস্যদের নিয়ে সভা করার প্রতিবাদে মিছিল করেছেন বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা।  

সভা চলাকালে তারা ‘আওয়ামী সিন্ডিকেট ভেঙে দাও’ স্লোগান দিয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রবেশ করেন।

এতে সিন্ডিকেট সভা বন্ধ হয়ে যায়।  

বুধবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত হয়ে এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সিন্ডিকেট সভা পুনরায় চালু হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, এ সিন্ডিকেট সভা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ১৭ জুলাই পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াত বাহিনী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ করার সিদ্ধান্ত নেয় এ কমিটি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার এ সিন্ডিকেট হারিয়েছে।

তিনি বলেন, সিন্ডিকেটে শিক্ষার্থী প্রতিনিধি নেই, সিন্ডিকেটে অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধিত্বের ব্যবস্থা করা দরকার।

পরে এ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি কীভাবে এ কাঠামোর পরিবর্তন করা যায়। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু রাখার জন্যই এ সভা হচ্ছে। সিন্ডিকেট ভাঙার এখতিয়ার রয়েছে রাষ্ট্রপতির। সিন্ডিকেট ভাঙতে আইনি মতামত দরকার।

তিনি বলেন, সিন্ডিকেটের বিষয়ে আইনি মতামতের জন্য একটি লিগ্যাল রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১৫ দিনের সময় দিয়েছি। আগামী ২৭ তারিখের মধ্যে মতামত চলে আসবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪  
এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।